সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মে ২০২৩
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্ত থেকে ২.৩০০ কেজি ওজনের ৯টি স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারী আটক ।
প্রকাশন তারিখ
: 2023-05-11
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্ত থেকে ২.৩০০ কেজি ওজনের ৯টি স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারী আটক ।
বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যশোরের শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী পাঁচভূলট গ্রামস্থ খলশী বাজার নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল বেনাপোল হতে গোগা অভিমুখে একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-২১২৬) আসতে দেখে থামার সংকেত দেয়। প্রাইভেটকারটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল পিছনে ধাওয়া করে। প্রাইভেটকারটি কিছু দূর অগ্রসর হওয়ার পর গতি কমিয়ে দুই জন ব্যক্তি গাড়ী থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদ্বয় যথাক্রমে ১। মোঃ আমজাদ হোসেন (৩৪), পিতা- মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-রামচন্দ্রপুর, পোষ্ট-মহিষবাতান, থানা-মহাদেবপুর জেলা-নওগাঁ এবং ২। মোঃ বাবলুর রহমান পিতা-মোঃ নওশের আলী, গ্রাম-দৌলতপুর, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট জেলা-যশোর এর দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ০২ কেজি ৩০০ গ্রাম ওজনের বড় সাইজের ৫ পিস এবং ছোট সাইজের ৪ পিস সর্বমোট ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য- ১,৯৪,১২,০০০/- (এক কোটি চুরানব্বই লক্ষ বার হাজার) টাকা।
আটককৃত ব্যক্তিরা স্বর্ণের বারগুলো পাঁচভূলট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে স্বীকার করে। অবৈধভাবে স্বর্ণ বহন ও পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখার অপরাধে আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাননীয় উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
বিস্তারিত
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
মোঃ খোদা বখস চৌধুরী
বিস্তারিত
মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল
বিস্তারিত
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর