বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ব্যাটালিয়নের অভিযানে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৯৭৯.৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের ভারসহ একজন পাচারকারী আটক।
প্রকাশন তারিখ
: 2023-04-13
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ব্যাটালিয়নের অভিযানে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৯৭৯.৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের ভারসহ একজন পাচারকারী আটক।
অদ্য ১২ এপ্রিল ২০২৩ তারিখে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে ভ্যানযোগে একজন ব্যক্তি দর্শনা রেলষ্টেশন এলাকা হতে দর্শনা সীমান্তের দিকে গমন করবে। অতঃপর অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল দর্শনা কেরু এন্ড কোম্পানী এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর উক্ত ব্যক্তি কেরু এন্ড কোম্পানী এর গেইট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল ৯৭৯.৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার এবং একটি মোবাইলসহ সুলতান আহমেদ (৪৪), পিতা-আমির হোসেন, গ্রাম-চাদপুর গুনরাজধী, ডাকঘর-চাদপুর, থানা-চাদপুর সদর, জেলা-চাদপুর’কে আটক করতে সমর্থ হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলো ধৃত আসামীর পায়ের তালুর সাথে কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য- ৮১,৪৬,৬৮৭/-(একাশি লক্ষ ছেচল্লিশ হাজার ছয়শত সাতাশি) টাকা।
স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটককৃত পাচারকারীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।