Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে সাতক্ষীরার কাকডাকা সীমান্ত থেকে ০৮টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক।


প্রকাশন তারিখ : 2023-02-27
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে সাতক্ষীরার কাকডাকা সীমান্ত থেকে ০৮টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক।
বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর দিকনির্দেশনায় কাকডাঙ্গা বিওপি‘র নায়েক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি'র একটি বিশেষ আভিযানিকদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাকডাঙ্গা তালসারী নামক এলাকায় অবস্থান গ্রহণ করে। বর্ণিত এলাকা দিয়ে মোঃ আমির (৪৫), পিতা-মৃত আতিয়ার, গ্রাম-ভাদিয়ালী, ডাকঘর-সোনাবাড়ীয়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা নামক একজন ব্যক্তি যাওয়ার সময় বিজিবি টহলদলের সন্দেহ হওয়ায় টলদল তার গতিরোধ করে। পরবর্তীতে টহলদল তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ০৮টি স্বর্ণের বার উদ্ধার করে তা জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য ৭৩,৮০,০৩০/-(তিয়াত্তর লক্ষ আশি হাজার হাজার ত্রিশ টাকা)।
স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় উক্ত স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্বর্ণের বারগুলো কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল।
উল্লেখ্য, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 5 people, people standing and text that says "সানক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ নিজিবি) আটককৃত আটককৃতআসামী আসামী"