৩০ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক ০৮০০ ঘটিকায় কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজার জেলার রামু উপজেলা ৯নং খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে উখিয়া থেকে কক্সবাজারগামী ম্যাজিক যাত্রীবাহী পিকআপ তল্লাশী করে মোঃ সরোয়ার কামাল, পিত-মৃত হাজী হুসাইন, গ্রাম-জলপাইতলী কাষ্টমস, পোষ্ট-বালুখালী, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান এর শরীরে অতি কৌশলে লুক্কায়িত অবস্থায় ৪৩০ পিস বার্মিজ ইয়াবা এবং ০২টি মোবাইল ফোন জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা।