২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখ যশোরে অবস্থিত ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রঘুনাথপুর বিওপি’র টহলদল যশোরের সরবাঙ্গহোদা বর্ণময় ক্যাডেট স্কুলের পার্শ্বে পাকা রাস্তা থেকে ৬.৬ কেজি গাঁজা এবং ০১ টি মোটর সাইকেলসহ মোঃ আজিজুল ইসলাম (৪২), পিতা- ছামাদ মল্লিক, গ্রাম- রঘুনাথপুর পশ্চিম পাড়া, পোষ্ট-ধান্যখোলা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে আটক করে। মাদকদ্রব্য ও মোটর সাইকেলসহ আটককৃত ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও মোটর সাইকেলের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ১,৯৮,১০০/- (এক লক্ষ আটানব্বই হাজার একশত) টাকা।