Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের ১.৬৭৯ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার।


প্রকাশন তারিখ : 2022-08-25
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের ১.৬৭৯ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার।
অদ্য ২৫ আগস্ট ২০২২ তারিখ সকালে বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি'র নেতৃত্বে একটি বিশেষ টহলদল বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৫৪-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ হতে ভারতে পাচারকালে আসামী বিহীন ১,৪৪,৩৯,৪০০/-(এক কোটি চুয়াল্লিশ লক্ষ উনচল্লিশ হাজার চারশত) টাকা মূল্যের ১ কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার আটক করে।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।