Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে উনচিপ্রাং সীমান্ত থেকে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার


প্রকাশন তারিখ : 2023-02-22
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে উনচিপ্রাং সীমান্ত থেকে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে।
অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে। তথ্য প্রাপ্তির সাথে সাথে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক অধীনস্থ উনচিপ্রাং বিওপি’কে অবহিত করেন এবং বিওপির চোরাচালান প্রতিরোধী টহলদলকে অধিক সতর্কতার সাথে দায়িত্বপালনের নির্দেশনা প্রদান করেন। দুপুর ১৩১৫ ঘটিকায় উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর-পশ্চিমকোণে মায়ানমার হতে নাফ নদী অতিক্রম করে চারজন ব্যক্তিকে লুঙ্গি পরিহিত অবস্থায় সীমান্তের শূন্যলাইন হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেজরের ঘের নামক স্থানের দিকে (জিআর-৩১৮৩৩৯ এমএস-৮৪সি/৪) আসতে দেখে। উক্ত ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল উক্ত ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত দৌড় দেওয়ার সময় তাদের মধ্যে একজনের কোমড়ে অভিনব পদ্ধতিতে লুঙ্গি দিয়ে পেচানো একটি পোটলা লবণ মাঠে পড়ে যায় এবং চোরাকারবারীরা লবণ মাঠে অনেক শ্রমিকের কাজের সুযোগে দৌড় দিয়ে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে উক্ত চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গিতে পেচানো একটি পোটলা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত পোটলার ভিতর হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ১৪৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
May be an image of 3 people and text