বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়ন কর্তৃক যশোরের পুটখালী ও অগ্রভূলাট সীমান্ত থেকে ০৭টি পিস্তল, ০৩টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ী আটক।
প্রকাশন তারিখ
: 2022-10-01
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়ন কর্তৃক যশোরের পুটখালী ও অগ্রভূলাট সীমান্ত থেকে ০৭টি পিস্তল, ০৩টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ী আটক।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর দিকনির্দেশনায় অধীনস্থ পুটখালী বিওপি’র একটি চৌকষ টহলদল দৌলতপুর উত্তরপাড়া গ্রামস্থ বড় মসজিদ নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষন পর একজন ব্যক্তিকে ব্যাগ হাতে টহলদলের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তি টহলদলের নিকটবর্তী আসলে তাকে থামতে বললে তার হাতে থাকা নাইলনের ব্যাগটি ফেলে দৌড়ে পালাবার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহলদল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তার ফেলে দেওয়া ব্যাগ তল্লাশী করে ০২টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০২টি ওয়ান সুটার গান পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী সম্রাট হোসেন (২৭), পিতা- মোশারফ হোসেন, গ্রাম- দৌলতপুর, ডাকঘর- বেনাপোল, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে আটক করে।
অপরদিকে, খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৫৪ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে অগ্রভূলাট গ্রামস্থ ভূলট মাঠ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০২টি ওয়ান শুটার গান পিস্তল এবং ০১টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত ০৭ টি পিস্তল, ০৩টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলির ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।