০৭ অক্টোবর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোতয়ালী থানার অর্ন্তগত মাঝিগাছা নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ১০২১টি শাড়ী উদ্ধার করে।একই তারিখে অপর একটি অভিযান পরিচালনা করে শিবের বাজার বিওপি’র টহলদল চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত চক লক্ষীপুর নামক স্থান হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মোতালেবসহ ০৩টি ইয়াবা ট্যাবলেট আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪১ বোতল হুইস্কি, ০৫ বোতল ফেনসিডিল, ২৮টি কসমেটিকস সামগ্রী, ০১টি বাইসাইকেল এবং ০২টি গরু আটক করে। যার আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য=৫২,৮৬,১০০/- (বায়ান্ন লক্ষ ছিয়াশি হাজার একশত)টাকা।