বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের চার্জার, হেডফোন, বিভিন্ন ধরনের চকলেট, প্রসাধনী সামগ্রী, ভারতীয় Shilajit Himalaya Rocks, উন্নতমানের জর্জেট শাড়ি, লেহেঙ্গা, Nescafe Gold Coffee, Green Tea With Mint সহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়।
প্রকাশন তারিখ
: 2024-11-14
বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের চার্জার, হেডফোন, বিভিন্ন ধরনের চকলেট, প্রসাধনী সামগ্রী, ভারতীয় Shilajit Himalaya Rocks, উন্নতমানের জর্জেট শাড়ি, লেহেঙ্গা, Nescafe Gold Coffee, Green Tea With Mint সহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়।