গত ০৭ আগষ্ট ২০১৭ তারিখ টেকনাফে অবস্থিত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দ্রুত বর্ণিত স্থানে গমন করে কচুবনিয়া পাঁকা রাস্তার পার্শ্বে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ২১১০ ঘটিকায় টহল দল দুইজন লোককে একটি মোটর সাইকেল যোগে আসতে দেখে মোটর সাইকেলটি থামানোর জন্য সিগন্যাল দেয়। এমতাবস্থায় মোটর সাইকেলের চালক অতিদ্রুত মোটর সাইকেলটি ইউটার্ণ করে চলে যাওয়ার প্রাক্কালে তাদের নিকট থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ পড়ে যায়। তাৎক্ষনিকভাবে বিজিবি টহলদল মোটর সাইকেলের পিছু ধাওয়া করলেও ইয়াবা পাচারকারীরা মোটর সাইকেল চালিয়ে অতিদ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারীদের মোটর সাইকেল হতে পড়ে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ১৯,৪০০ (উনিশ হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৫৮,২০,০০০/- (আটান্ন লক্ষ বিশ হাজার) টাকা।