বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়নের অভিযানে বেনাপোল সীমান্ত থেকে ৯৬,০০,০০০/- (ছিয়ানব্বই লক্ষ) টাকা মূল্যের ১.২০০ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ ০২ জন আটক ।
প্রকাশন তারিখ
: 2022-10-27
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়নের অভিযানে বেনাপোল সীমান্ত থেকে ৯৬,০০,০০০/- (ছিয়ানব্বই লক্ষ) টাকা মূল্যের ১.২০০ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ ০২ জন আটক ।
অদ্য ২৭ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক সকাল ০৯০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে হাবিলদার মোঃ রাসেল সিকদার এর নেতৃত্বে বিজিবি-কাস্টম যৌথ চেকপোস্টের (বাঁশকল) নিকট একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গনকবর স্থানের পাশে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপরে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে কোমরে বেল্টের নিচে সুকৌশলে লুকায়িত অবস্থায় উভয়ের নিকট হতে ০৫টি করে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.২০০ কেজি এবং সিজারমূল্য ৯৬,০০,০০০/- (ছিয়ানব্বই লক্ষ) টাকা। আটককৃত ব্যক্তিরা হলোঃ ক। মোঃ মিলন হোসেন (২৮) এবং খ। মোঃ হিরন হোসেন (২৫), উভয়ের পিতাঃ মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-মুন্সিপুর, ডাকঘর-পীরপুর কুল্লা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা।
আটককৃত ব্যক্তিদ্বয় এবং উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।