২০ আগস্ট ২০১৭ তারিখ টেকনাফে অবস্থিত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির নায়েক মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সাবরাং ইউপিস্থ বকজোড়া নাফ নদীর কিনারায় কেওড়া বাগানে টহলরত ছিল। উক্ত সময়ে মায়ানমার হতে একটি হস্তচালিত কাঠের নৌকা শুন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে আগমন করতঃ কেওড়া বাগানে প্রবেশ করে। আনুমানিক ০৫০০ ঘটিকার সময় মায়ানমার হতে আগত ইয়াবা পাচারকারী নৌকা থেকে নেমে টহল দলের সম্মূখে আসলে সন্দেহ হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই উল্লেখিত ইয়াবা পাচারকারী কেওড়া বাগানের কাঁদার মধ্যে দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় টহলদল দ্রুত দৌড়ে তাকে ঘেরাও পূর্বক আটক করতে সক্ষম হয়। আটককৃত মায়ানমারের ইয়াবা পাচারকারীর সাথে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে ২৮,৫৭০ (আটাশ হাজার পাঁচশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ (এক) টি মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৮৫,৭১,০০০/-(পঁচাশি লক্ষ একাত্তর হাজার) টাকা।