গত ১২ অক্টোবর ২০১৭ তারিখ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির হাবিলদার মোঃ ইকবাল হোসেন নেতৃত্বে একটি টহলদল দর্শনা আইসিপি এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ টি হরিণের কস্তুরী এবং ২২৬ টি বিভিন্ন প্রকার আংটির পাথর আটক করতে সক্ষম হয়। আটককৃত হরিণের কস্তুরীর আনুমানিক মূল্য ৫৭,০০,০০০/- টাকা এবং আংটির পাথরের আনুমানিক মূল্য ৬৭,৮০০/-টাকা, যার সর্বমোট মূল্য ৫৭,৬৭,৮০০/-(সাতান্ন লক্ষ সাতষট্টি হাজার আটশত) টাকা।