গত ২০-২১ আগস্ট ২০১৭ তারিখ লালমনিরহাটে অবস্থিত ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত এলাকা (সিংগীমারী, দীঘলটারী, চরখাটামারী এবং কলাখাওয়ারচর) হতে চোরাচালান অভিযান পরিচালনা করে ৭৬ কেজি ভারতীয় গাঁজা, ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০৩টি ভারতীয় মহিষ এবং ০৪টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরু, মহিষ এবং মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯,৫২,৮০০/- (নয় লক্ষ বায়ান্ন হাজার আটশত) টাকা।