২৭ জুলাই ২০১৭ তারিখ শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুড়াইছড়া বিওপি’র কমলাটিলা এলাকা হতে হাবিলদার মো: জালালের নেতৃত্বে একটি টহল দল আনুমানিক সময় ০২০০ ঘটিকায় ভারতীয় মদ ৭১ বোতল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১,০৬,৫০০/- (এক লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকা।