গত ৩১ আগস্ট ২০১৭ তারিখ সিলেটে অবস্থিত ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ লোহারমহল বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানার অন্তর্গত সুপ্রাকান্দি নামক স্থানে পাকা রাস্তার উপর একটি সিএনজি তল্লাশী করে সিএনজি’র যাত্রী বাংলাদেশী নাগরিক মোঃ আমজাদ হোসেন (২২), পিতা- জহির উদ্দিন, গ্রাম- বড় পাথর, পোষ্ট- বিরশ্রী, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এর প্যান্টের পকেট হতে দুইটি পৃথক প্যাকেটে সর্বমোট ৩৯৪ (তিনশত চুরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃত ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামীকে জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও উক্ত ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানার অন্তর্গত শেরুলবাগ পাকা রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ৭৭৬ (সাতশত ছিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত ইয়াবা ট্যাবলেটের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৩,৫১,০০০/-(তিন লক্ষ একান্ন হাজার) টাকা।
নীলডুমুরে ১৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষদ ও বিভিন্ন প্রকার আতশ বাজি আটক
০১ সেপ্টেম্বর ২০১৭ তারিখ নীলডুমুরে অবস্থিত ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইন্ট অফিসার মেজর মো: আব্দুল্লাহ আল মামুন, এসপিপি এর নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেরা এলাকায় একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১,২০০ পিস ভারতীয় আর কে পায়েল ইমিটেশন গলার চেইন, ৭৮০ টি বিভিন্ন প্রকার আতশ বাজি এবং ২,২০০ পিস বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেন। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪,৩৭,২০০ (চার লক্ষ সাতত্রিশ হাজার দুইশত) টাকা।