Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রহনপুর ব্যাটালিয়ন কর্তৃক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে ২,২৮,৭৫,২১৩/- (দুই কোটি আটাশ লক্ষ পঁচাত্তর হাজার দুইশত তের) টাকা মূল্যের ৩.৪৭৬ কেজি স্বর্ণ ও ০১টি ভারতীয় ট্রাকসহ ও ট্রাক চালক আটক।


প্রকাশন তারিখ : 2022-09-19
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রহনপুর ব্যাটালিয়ন কর্তৃক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে ২,২৮,৭৫,২১৩/- (দুই কোটি আটাশ লক্ষ পঁচাত্তর হাজার দুইশত তের) টাকা মূল্যের ৩.৪৭৬ কেজি স্বর্ণ ও ০১টি ভারতীয় ট্রাকসহ ও ট্রাক চালক আটক
১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে নিজস্ব তথ্যের ভিত্তিতে বিজিবি'র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন, মোল্লা, পিএসসি'র নেতৃত্বে বিজিবি'র একটি বিশেষ টহলদল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮-এস হতে আনুমানিক ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানামা গেইট সংলগ্ন বালিয়াদিঘী জিরো পয়েন্ট নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালে ভারতীয় পণ্যবাহী ১টি ট্রাক সোনামসজিদ পানামা পোর্টে পণ্য আনলোড শেষে ভারতে ফেরত যাওয়ার সময় সন্দেহজনকভাবে ট্রাকটি তল্লাশী করে ট্রাক ড্রাইভারের সীটের নীচ থেকে ০৩ কেজি ৪৭৬ গ্রাম (২৯৮.০৩ ভরি) ওজনের স্বর্ণ [১৪টি স্বর্ণের বার প্রতিটি ১০ ভরি ওজনের মোট ওজন ১৪০ ভরি; ০১টি স্বর্ণের বার ৮.৯ ভরি ওজনের মোট ১৫টি স্বর্ণের বার যার ওজন ১.৭৩৭ কেজি (১৪৮.৯ ভরি) এবং তেজাবি স্বর্ণের ৩৫টি বার যার ওজন ১.৭৩৯ কেজি (১৪৯.১৩২ ভরি)] এবং ০১টি ট্রাকসহ (গাড়ী নম্বর WB23A9185, ইঞ্জিন নম্বর 269120100105JF-3, চেচিস নম্বর 426031BTZ202236) ভারতীয় নাগরিক ট্রাক ড্রাইভার রেন্টু শেখ (৪০), পিতা-মাফাজুল শেখ, গ্রাম-মাহাদিপুর, ডাকঘর-উত্তর মাহাদিপুর, থানা-ইংলিশ বাজার, জেলা-মালদা (ভারত)-কে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য ২,২৮,৭৫,২১৩/- (দুই কোটি আটাশ লক্ষ পঁচাত্তর হাজার দুইশত তের) টাকা এবং ট্রাক এর মূল্য ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকাসহ সর্বমোট সিজার মূল্য-২,৬৮,৭৫,২১৩/-(দুই কোটি আটষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশত তের) টাকা।
আটককৃত স্বর্ণের বার ও ট্রাকসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 6 people, people standing and outdoors