২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাতঘরিয়া বিওপি’র টহলদল চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত দত্তশাহ নামক স্থান হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল (১৮), পিতা- জাফর আহম্মেদ, গ্রাম- দত্তশাহ, পোষ্ট- পদুয়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাক আটক কারে। মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই দিনে উক্ত ব্যাটালিয়নের বিবির বাজার বিওপি’র টহলদল কোতয়ালী থানার অর্ন্তগত গাজীপুর নামক স্থান হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৪০), পিতা- মৃত মরম আলী, গ্রাম- গাজীপুর, পোষ্ট- বিবির বাজার, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে। মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় হুইস্কি, ৫,০০০ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ১৬ টি শাড়ী আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ২,৪৩,০০০/- (দুই লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা।