১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপি’র টহলদল চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত কালীবাজার নামক স্থান হতে ৪০০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি সিএনজিসহ মোঃ আমান আলী (৪০), পিতা- মোঃ মমতাজ আলী, গ্রাম- বলরামপুর, পোষ্ট- চৌয়ারা বাজার, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লাকে আটক করে। মাদকদ্রব্য এবং সিএনজিসহ আটককৃত ব্যক্তিকে চৌদ্দগ্রাম সদর দক্ষিণ থানায় সোপর্দ করা হয়েছে। একই দিনে উক্ত ব্যাটালিয়নের বিবির বাজার বিওপি’র গোলাবাড়ী পোষ্ট এর টহলদল কোতয়ালী থানার অর্ন্তগত গোলাবাড়ী নামক স্থান হতে ২৫০ গ্রাম গাঁজা, ০২ বোতল ফেন্সিডিল এবং ০২ বোতল স্কাফ সিরাপসহ মোঃ সুমন মিয়া (১৮), পিতা- মোঃ ফজল মিয়া, গ্রাম- চকবাজার বালুধুম, পোষ্ট+থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে। মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও একই দিনে উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে ০৫ বোতল ভারতীয় হুইস্কি, ১৭২ বোতল ফেন্সিডিল, ১৫ কেজি গাঁজা, ০৪ টি বিয়ার ক্যান এবং ৫,০০০ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৬,৯২,২৭৫/- (ছয় লক্ষ বিরানব্বই হাজার দুইশত পঁচাত্তর)টাকা।