Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন কর্তৃক চৌগাছার মাসিলা সীমান্তে পরিচালিত অভিযানে ৯৬,০০,০০০/-(ছিয়ানব্বই লক্ষ) টাকা মূল্যের ১.২০০ কেজি ওজনের ০৬টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক।


প্রকাশন তারিখ : 2022-11-07
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন কর্তৃক চৌগাছার মাসিলা সীমান্তে পরিচালিত অভিযানে ৯৬,০০,০০০/-(ছিয়ানব্বই লক্ষ) টাকা মূল্যের ১.২০০ কেজি ওজনের ০৬টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক
অদ্য ০৮ নভেম্বর ২০২২ তারিখ বিকেলে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ মাসিলা বিওপিতে কর্মরত নায়েক মোঃ রোকন উদ্দিনের নেতৃত্বে বিজিবি'র একটি নিয়মিত টহলদল সীমান্ত টহলে গমন করে। উক্ত টহলদল মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর গ্রামস্থ মাঠের মধ্যে একজন ব্যক্তিকে কৃষক বেশে ঘাস কাটতে দেখতে পায়। লোকটির চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে এবং তার দেহ তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ৯৬,০০,০০০/- (ছিয়ানব্বই লক্ষ) টাকা মূল্যের ১.২০০ কেজি ওজনের ৫টি ছোট এবং ১টি বড় সহ মোট ০৬টি স্বর্ণের বার জব্দ করে। আটককৃত স্বর্ণ পাচারকারী মোঃ আতিয়ার রহমান (৫০), পিতা-মৃত আঃ সাত্তার, গ্রাম-গদাধরপুর, ডাকঘর-মাসিলা, থানা-চৌগাছা, জেলা-যশোর জানায় যে, স্বর্ণের বারগুলো মাসিলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।