Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।


প্রকাশন তারিখ : 2022-10-15
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
অদ্য ১৫ অক্টোবর ২০২২ তারিখ রাতে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম-১৮ হতে আনুমানিক ৭০০ গজ উত্তর-পূর্ব কোণে কোনাপাড়া নামক এলাকায় নাফ নদীর কিনারায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিক রাত ০৩২০ ঘটিকায় টহলদল দুইজন ব্যক্তিকে নাফ নদীর পাশ দিয়ে একটি বস্তা কাঁধে নিয়ে আসতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে দ্রুত অগ্রসর হয়। উক্ত ব্যক্তিরা দুর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা বস্তাটি কোনাপাড়া কবরস্থানের পার্শ্বে ধান ক্ষেতে ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। অতঃপর টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া ০১টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের সিজারমূল্য ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।
পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ০৪০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
May be an image of 3 people, people standing and text that says "সামান্তের অতন্দ্র প্রহর। DEFENDER OFTHI OF ΤΗ CTP TEGICSO ピ之 ইয়াবার পরিমান- ৫০,০০০পিস হোমাইকাং বিওমি টকনাফ র্যাটালিমন is বिজ्ित)"