বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১.৬৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক ।
প্রকাশন তারিখ
: 2023-02-12
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১.৬৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক ।
আজ ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহের মহেশপুর উপজেলাধীন রাজাপুর বাজার হতে জনৈক এক ব্যক্তি ভারতে পাচারের উদ্দেশ্যে কিছু স্বর্ণের বারসহ সীমান্ত এলাকায় গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ এর দিকনির্দেশনা অনুযায়ী নায়েক সিরাজুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি টহলদল স্পেশাল অপারেশন পরিচালনার জন্য ০২টি উপদলে বিভক্ত হয়ে রাজাপুর এবং যাদবপুরের মধ্যবর্তী স্থানে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পরে মফিজুর রহমান (২৮), পিতা- মোঃ আব্দুর রহিম, গ্রাম- গেড়িপাড়া, পোষ্ট-লক্ষণপুর, থানা- শার্শা, জেলা- যশোর নামক জনৈক ব্যক্তি মোটর সাইকেলযোগে রাজাপুর বাজার অতিক্রম করার সময় বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাকে চ্যালেঞ্জ করলে সে দ্রুত গতিতে মোটর সাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তিকে ধাওয়া করে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১০টি স্বর্ণের বারসহ তাকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন-১.৬৬৪ কেজি এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৯২,৫০,০০০/- (বিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।