Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।


প্রকাশন তারিখ : 2022-11-15
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৯০,০০,০০০/-(নব্বই লক্ষ) টাকা মূল্যমানের ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।
অদ্য ১৫ নভেম্বর ২০২২ তারিখ বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোঃ আব্দুল্লাহ (৩০), পিতা-আবুল কাশেম, গ্রাম-নোয়াপাড়া, পোষ্ট-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার নামে একজন মাদক ব্যবসায়ী গত ৩০ অক্টোবর ২০২২ তারিখে ইয়াবার একটি বড় চালান মায়ানমার হতে পাচার করে। উক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত মাদক কারবারীর উপর গোয়েন্দা নজরদারী রাখা হয়। ১৪ নভেম্বর ২০২২ তারিখ জানা যায় যে, উক্ত মাদক কারবারী মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় লুকায়িত রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১৫ নভেম্বর ২০২২ তারিখে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপি’র একটি সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম-৫ হতে আনুমানিক ৯০০ গজ দক্ষিণ-পূর্ব কোণে এবং ৪নং পোষ্ট হতে ৩০০ গজ উত্তরে বেড়ী বাঁধ সংলগ্ন লবণ মাঠ হতে উক্ত সন্দেহভাজন ইয়াবা কারবারী মোঃ আব্দুল্লাহ’কে আটক করা হয়। পরবর্তীতে তার তথ্যের বেড়ী বাঁধ সংলগ্ন কেওড়া বাগানে একটি গাছের গোঁড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর সিজার মূল্য ৯০,০০,০০০/- (নব্বই লক্ষ) টাকা।
আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 3 people and text that says "সীমান্তের অতন্দ্র প্রহরী DEEKNIEROPTHESIRATEGIUCSY DEFENDEROPT 경비세용 ইয়াবার পরিমান-৩,০০ ,oo0 পিস সাবরাং বিওলি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি"