বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক যশোর সীমান্তে একটি বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ।
প্রকাশন তারিখ
: 2023-03-11
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক যশোর সীমান্তে একটি বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ।
বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে যশোরের শার্শা থানাধীন নাভারন-সাতক্ষীরা মোড়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
অদ্য ১০ মার্চ ২০২৩ তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকষ টহলদল যশোর জেলার শার্শা থানাধীন নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থান গ্রহণ করে। সাতক্ষীরা হতে যশোরগামী তামিম পরিবহনের একটি বাস (যার নম্বর টাঙ্গাইল মেট্রো জ-১১-০০৪৮) তল্লাশি করে বাসের ভিতর থেকে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে বাসটি ঘটনাস্থলে আসার আগেই ব্যাগটি রেখে ইয়াবা বহনকারী লোকটি বাস থেকে নেমে পালিয়ে যায়।
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।