১১ আগস্ট ২০১৭ তারিখ জয়পুরহাটে অবস্থিত ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কয়া বিওপির টহল কমান্ডার সুবেঃ গোলাম মোস্তফা আনুমানিক ১৬০০ ঘটিকায় চেচড়া, পাচঁবিবি, জয়পুরহাট হতে ০১.৭৯৭ কেজি (আনুমানিক ১৫৬ ভরি) মালিকবিহীন স্বর্ণ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৭৮,০০,০০০/- (আটাত্তর লক্ষ) টাকা।