১৪ আগস্ট ২০১৭ তারিখ ০৭০০ ঘটিকায় টেকনাফ বিওপির একটি বিশেষ টহলদল টেকনাফ বাস স্টেশন এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসাবাদের সময় টহলদল পরিত্যক্ত অবস্থায় টিনের দুইটি বালতি দেখতে পায়। এমতাবস্থায় টহলদল উল্লেখিত বালতিদ্বয়ের মালিককে খোঁজাখুজি করলে কোন যাত্রী উক্ত বালতিদ্বয়ের মালিক হিসেবে স্বীকারোক্তি প্রদান না করায় বালতি দুইটি পুংখানুপুংখভাবে তল্লাশী করে বালতির তলদেশে অভিনব কৌশলে ফিটিং অবস্থায় ২৯,৯৮,৫০০/- (উনত্রিশ লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৯,৯৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।