গত ২৭ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় সিলেটে অবস্থিত ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থত লক্ষীবাজার বিওপি’র হাবিলদার মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানার অন্তর্গত শেরুলবাগ পাকা রাস্তার উপর সিএনজি তল্লাশীকালে সিএনজি স্ট্যান্ডের পার্শ্ব হতে পরিত্যাক্ত অবস্থায় মালিকবিহীন ৪,৫৮০ (চার হাজার পাচশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১৩,৭৪,০০০/-(তের লক্ষ চুয়াত্তর হাজার) টাকা।