Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুন ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ৩৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট নগদ ৭,০০০ টাকা এবং ০২টি বাসসহ ০৬ জন আটক।


প্রকাশন তারিখ : 2023-06-19
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ৩৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট নগদ ৭,০০০ টাকা এবং ০২টি বাসসহ ০৬ জন আটক
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই টেকনাফে বিজিবি'র পৃথক অভিযানে ৩৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বাংলাদেশী নগদ ৭,০০০/- টাকাসহ ০৬ জনকে আটক করা হয়েছে।
অদ্য ১৯ জুন ২০২৩ তারিখ সকালে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। আনুমানিক সকাল ০৭.৪০ ঘটিকায় টেকনাফ হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেকপোস্টে আসলে কর্তব্যরত টহলদল কর্তৃক তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের আচরণ সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় এবং পূর্ব থেকে প্রাপ্ত তথ্যের সাথে মিলে যাওয়ায় উক্ত বাসটিকে আটক করতঃ তা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে গাড়ীর চালক, সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি অনুযায়ী উক্ত বাসের সি-১ সীটের বাম পার্শ্বে বাসের বডির ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত বর্ণিত বাসটিও জব্দ করা হয়। আটককৃত বাসের ড্রাইভার-মোঃ কুতুব উদ্দিন (২৯), পিতা-মুহাম্মদ ইউনুস, মাতা-ছেনুয়ারা বেগম, সাং-ধর্মপুর, পোস্ট-দক্ষিন পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম; হেলপার -মোঃ খোকন (২৬), পিতা-মোঃ আবুল বশর, মাতা-নুর খাতুন, সাং-গোবিন্দর খীল, পোস্ট-পটিয়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম ও হেলপার মোঃ আব্দুর রহমান (২৭), পিতা-আবু বক্কর, মাতা-রাবেয়া বেগম, সাং-কেওচিয়া, পোস্ট-বাইতুল ইজ্জত, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এবং সুপারভাইজার মোঃ আব্বাস (২১), পিতা-আঃ হাকিম, মাতা-ফিরোজা বেগম, সাং-কিলয়াআন্দর, পোস্ট-আমিবাবাদ, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রামকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং বাসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, আজ সকাল ০৯৩০ ঘটিকায়
টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া চেকপোস্টের টহলদল টেকনাফ হতে কক্সবাজারগামী পায়রা পরিবহনের একটি বাস তল্লাশীর জন্য থামায়। বাসের চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর এক পর্যায়ে চালক ও হেলপারের স্বীকারোক্তি অনুযায়ী বাসের সামনে চালকের ডান পাশে ড্যাস বোর্ডের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭,০০০/- টাকা উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের জন্য কাজে ব্যবহৃত বর্ণিত বাসটিও জব্দ করা হয়। আটককৃত চালক ওসমান গনি (৪৫), পিতা-সুলতান আহমেদ, মাতা-জাহানারা খাতুন, সাং-পুরান পল্লানপাড়া ২নং ওয়াড, টেকনাফ পৌরসভা, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং হেলপার মোঃ কেফায়েত উল্লাহ (২২), পিতা-হোসেন, মাতা-সমাদা বেগম, সাং-নতুন পল্লানপাড়া ৪নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা এবং বাসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।