Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ August ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য, বিভিন্ন প্রকারের মাছসহ সিএনজি আটক


প্রকাশন তারিখ : 2017-08-07

০৬ আগস্ট ২০১৭ সড়াইলে অবস্থিত ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অন্তর্গত আলীনগর, ঘাগুটিয়া, গংগাসাগর, শ্যমনগর এবং  ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর, ধর্মনগর, মোগড়া, চাঁনপুর এবং আখাউড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি-১২ বোতল, ইস্কফ-৪০ বোতল, গাঁজা-০৮ কেজি, বাংলাদেশী বিভিন্ন প্রকারের মাছ-১৭২ কেজি এবং ০১টি সিএনজি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬,৯৫,০০০/- (ছয় লক্ষ পঁচানব্বই হাজার) টাকা।