১৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখ যশোরে অবস্থিত ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল দল কন্যাদাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটর সাইকেল, ০১ টি রামধা, ০১ টি পিস্তলের ম্যাগাজিন এবং বিভিন্ন প্রকার মালামালসহ ইমাদ উদ্দিন (৪৪), পিতা- এলাহী বক্স, গ্রাম- কন্যাদাহ, ডাকঘর- রামপুর, থানা- শার্শা, জেলা- যশোরকে আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২,৭০,৪২০/- (দুই লক্ষ সত্তর হাজার চারশত বিশ) টাকা। মালামালসহ আটককৃত ব্যাক্তিকে শর্শা থানায় সোপর্দ করা হয়েছে।