অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১০ জনের একটি বিশেষ টহল দল জেসিও-৬৯০২ সুবেদার শ্রী অসিত কুমার নন্দীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০৫ কিঃমিঃ উত্তর-পূর্ব কোনে চিকনছড়ি এলাকা হতে ১১২৭ লম্বাফুট অবৈধ কাঠ আটক করে। উদ্ধারকৃত কাঠের মূল্য ২৭,৭৭,৫০০/- (সাতাস লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত) টাকা। অভিযানের সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি কর্তৃক জব্দকৃত কাঠ নাইক্ষ্যংছড়ি বনবিট অফিসে জমা করা হয়েছে।