গত ১৭ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপির টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত গোলাবাড়ী নামক স্থান হতে ০৪ বোতল ফেন্সিডিলসহ ধৃত ০১ (এক) জন শ্রী সমর (৪০), পিতা- মৃত লতিশ চন্দ্র, গ্রাম- রাজগঞ্জ, পোষ্ট+থানা+জেলা- কুমিল্লাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১১ বোতল হুইস্কি, ৫০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ১২৫২টি তাস মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২,১৮,২৬০/- (দুই লক্ষ আঠার হাজার দুইশত ষাট) টাকা।