গত ০৮ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চান্দিনা থানার অন্তর্গত নিমসার বাজার নামক স্থান হতে ০১ টি ক্যাভার্ড ভ্যানসহ ভারতীয় উন্নতমানের শাড়ী ২০৪৩ টি, লেহেংগা- ৫৯ টি, প্যান্টের থান কাপড়- ১৭৯.৫৫ মিটার, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ-১৪১৫৪৪৩ টি এবং ৪০০০০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৩ বোতল হুইস্কি, ২৯৭ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাঁজা, ৩৭০৫০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৫৮৬০ প্যাকেট ইনো, ১৫০ টি প্যাম্পার্স, ৩৫ টি আমুলকুল এবং ১১৬ টি কসমেটিকস সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১১,৮৭,২৫,১১০/- (এগার কোটি সাতাশি লক্ষ পঁচিশ হাজার একশত দশ) টাকা।