১৪ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকায় ৩৪ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজারগামী যাত্রীবাহী অটোরিক্সা তল্লাশী করে একজন পাচারকারীর শরীরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ৪৮০০ পীস বার্মিজ ইয়াবা, মূল্য-১৪,৪০,০০০/- (চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার) টাকা, ০১টি মোবাইল, মূল্য-১,৫০০/- টাকা এবং বাংলাদেশী নগদ ৪,০০০/- টাকাসহ আটক করতে সক্ষম হয়। অপর অভিযানে উখিয়া হতে কক্সবাজারগামী যাত্রীবাহী সি লাইন বাস তল্লাশী করে ধৃত আসামীর হাতে পানের সাথে লুকায়িত অবস্থায় ৭৫০ পীস বার্মিজ ইয়াব, মূল্য-২,২৫,০০০/- (দুই লক্ষ পঁচিশ হাজার) টাকাসহ এবং ০১ টি মোবাইল, মূল্য-১,৫০০/- টাকা জব্দ করতে সক্ষম হয়। উভয় অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য-১৬,৭২,০০০/- টাকা।