Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের গোগা সীমান্ত থেকে ১.৪০২ কেজি ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার।


প্রকাশন তারিখ : 2023-05-06
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের গোগা সীমান্ত থেকে ১.৪০২ কেজি ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার।
আজ ০৫ মে ২০২৩ তারিখ বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামস্থ জোড়াপুকুর নামক স্থানে ইছামতি নদীর পাড়ে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে আসতে দেখে এবং টহলদলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে ধরতে পিছনে ধাওয়া করলে তার সাথে থাকা কালো রঙের একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ব্যাগটি তল্লাশি করে কস্টেপ দ্বারা পেঁচানো অভিনব কায়দায় লুকায়িত ১.৪০২ কেজি ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য-১,২০,২৪,০০০/-(এক কোটি বিশ লক্ষ চব্বিশ হাজার) টাকা।
যশোরের শার্শা থানায় মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 5 people and text