Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০১৭

৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ রামু শহর ক্যাম্পের টহল দল কর্তৃক কাঠসহ ডাম্পার গাড়ী আটক


প্রকাশন তারিখ : 2017-08-16

১৫ আগস্ট ২০১৭ তারিখ ঘটিকায় ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ রামু শহর ক্যাম্পের টহল দল কর্তৃক রামু টু মরিচ্যা আরাকান রোড এলাকায় টহল পরিচালনা করে বানিয়ার দোনাকন নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ২০০ ঘনফুট আকাশমনি জ্বালানী কাঠ এবং ১টি ডাম্পার গাড়ী আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠ ও ডাম্পার গাড়ীর সর্বমোট সিজার মূল্য ২১,০০,০০০/- (একুশ লক্ষ) টাকা। উক্ত টহলের নেতৃত্ব দেন নায়েব সুবেঃ সিগঃ মোঃ নজরুল ইসলাম । আটককৃত কাঠ ও ডাম্পার গাড়ী রাজারকুল বনবিট অফিসে জমা করা হয়েছে।