০৮ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০৯৪০ ঘটিকায় কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজার জেলার রামু উপজেলা মরিচ্যা যৌথ চেকপোষ্টে টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে মোঃ আব্দুল মান্নান এর শরীরে (জাঙ্গিয়ার ভিতরে) অতি কৌশলে লুকায়িত অবস্থায় ৯৩০ পীস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং ০২টি মোবাইল ফোন আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ২,৯৩,০০০/- (দুই লক্ষ তিরানব্বই হাজার) টাকা।