১২ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকায় কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজার জেলার রামু উপজেলা মরিচ্যা যৌথ চেকপোষ্টে উখিয়া হতে কক্সবাজারগামী যাত্রীবাহী ম্যাজিক গাড়ী তল্লাশী করে মোঃ আবু তাহের (২৬), পিতা-মৃত সৈয়দনুর, গ্রাম-পূর্ব ডেকীলিয়া, পোষ্ট-উখিয়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এর শরীরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ৭৫০০ পীস বার্মিজ ইয়াবা এবং ০২টি মোবাইল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ২২,৫৩,০০০/-(বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা।