বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত অভিযানে ১৪,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচারকারী আটক।
প্রকাশন তারিখ
: 2023-02-13
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত অভিযানে ১৪,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচারকারী আটক।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান পরিচালনা করে ১৪,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি'র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) -এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উখিয়া হতে কক্সবাজারগামী একটি সিএনজিযোগে ইয়াবার একটি চালান পাচার হবে। এতদপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করেন। পরবর্তীতে উখিয়া হতে কক্সবাজারগামী সিএনজিটি মরিচ্যা যৌথ চেকপোস্টে আসলে তল্লাশীর জন্য তা থামানো হয়। তল্লাশী চলাকালীন সিএনজির যাত্রী মোঃ শফিকুল মন্ডল (৩৮), পিতা-মোঃ আফছার পাগলা, গ্রাম-পোড়ারচর পশ্চিম পাড়া, ডাকঘর-পোড়ারচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুরকে আটক করে প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হলে তার সাথে থাকা ব্যাগে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৪,৭৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে তা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার সিজারমূল্য- ৪৪,২৫,০০০/-(চুয়াল্লিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা।