০৮ অক্টোবর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে চেচড়া, পাচঁবিবি এবং জয়পুরহাট হতে ভারতীয় হরলিক্স ৭০টি, ভারতীয় শাড়ী ১৮টি, ভারতীয় কোলগেট টুথপেষ্ট ছোট ৬৫০টি, ভারতীয় ডোনা তাস ২১৬ প্যাকেট, ভারতীয় জিরা প্যাকেট ১৭ কেজি এবং ভারতীয় বিট লবন ১৬০ কেজি উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য =১,৬১,৮০০/- (এক লক্ষ একষাট্রি হাজার আটশত) টাকা।