০৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাতঘরিয়া বিওপি’র টহলদল চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত গোলাইকড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ০২ বোতল ফেন্সিডিল এবং বাংলাদেশী ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকাসহ (১) মোঃ সবুজ মিয়া (২৫), পিতা- মোঃ তনু মিয়া, গ্রাম- সোনাইচা, পোষ্ট- পদুয়া বাজার, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, (২) মোঃ মামুন মিয়া (২৬), পিতা- মোঃ আমিদ মিয়া, গ্রাম- লহ্মীপুর, পোষ্ট- পদুয়া বাজার, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং (৩) মোঃ রিয়াদ হোসেন (২৫), পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন, গ্রাম- চরফকিলা, পোষ্ট- চাপাশিয়া, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালীকে আটক করে। আটককৃত ব্যক্তিদেরকে ফেন্সিডিল এবং নগদ টাকাসহ চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও উক্ত ব্যাটালিয়নের অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৪ বোতল হুইস্কি, ১২ বোতল বিয়ার, ০২ বোতল ফেন্সিডিল, ০৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ২,৬০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা।