Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মার্চ ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ব্যাটালিয়নের অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ৭টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক।


প্রকাশন তারিখ : 2023-03-26
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ব্যাটালিয়নের অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ৭টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক।
অদ্য ২৫ মার্চ ২০২৩ তারিখে বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ এর নির্দেশনায় নতুনপাড়া বিওপির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে জীবননগর থানাধীন মোল্লাবাড়ীর মোড় হতে স্বর্ণ পাচারকারী মোঃ জুয়েল হোসেন (৩৯), পিতা-মোঃ আব্দুল খালেক, গ্রাম-দক্ষিণ চাদপুর, ডাকঘর-দর্শনা, থানা-দামুরহুদা, জেলা-চুয়াডাংগা'কে খাকী কসটেপ দিয়ে মোড়ানো ৭টি (বড়-২টি এবং ছোট-৫টি) স্বর্নের বারসহ আটক করেছে। আটককৃত স্বর্ণের ওজন- ৮২৯.২৭ গ্রাম (৭১ ভরি ৪ রতি) এবং আনুমানিক সিজারমূল্য ৬৩,৯৩,৭৫০/-(তেষট্টি লক্ষ তিরানব্বই হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
স্বর্ণের বারসমূহ শুল্ক কর ফাকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
May be an image of 5 people and people standing