১৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ জয়পুরহাটে অবস্থিত ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাসুদেবপুর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর হাট চেংগ্রাম মোড় রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করে ১,২৮,০০০ পিস ট্যাবলেট ডেকজন (Tab DEKXON) এবং ৪৫ কেজি ফুসকা আটক করে। আটককৃত ট্যাবলেট এবং ফুসকার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩৮,৬২,৫০০/- (আটত্রিশ লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা।