০৮ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ১৬৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে অবস্থিত ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ পোলাডাংগা সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কর্তৃক নিজস্ব গোয়েন্দা সুত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কোদালকাঠি নামক এলাকায় টহল পরিচালনা করে ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় হেরোইন এবং ০১টি মোবাইল ফোন আটক করে। আটককৃত হেরোইন এবং মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ৩৮,৩০,০১০/-(আটত্রিশ লক্ষ ত্রিশ হাজার দশ) টাকা।