০৬ আগস্ট ২০২১ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথচেকপোষ্ট কর্তৃক ৭০,০০০ (সত্তর হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ০১ টি কাভার্ড ভ্যান এবং ০২ টি মোবাইলসহ ০২ জন আসামী আটক করে। যার সর্বমোট সিজার মূল্য ২,৩৫,২০,০০০/-(দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকা)।