১৫ বিজিবি, লালমনিরহাটের অধীনস্থ ধবলসূতি বিওপি’র টহল দল ০১ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক ০৪০০ ঘটিকায় সীমান্ত পিলার ৮৩৫/৬-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বামনদল নামক এলাকায় চোরাচালান অভিযান পরিচালনা করে ২৬ টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুর সিজার মূল্য ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ।