Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়নের অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন মালিপুতা নামক স্থান হতে ২.১০০ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বার আটক


প্রকাশন তারিখ : 2022-09-28
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়নের অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন মালিপুতা নামক স্থান হতে ২.১০০ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বার আটক
অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিজিবি'র একটি বিশেষ টহলদল আমড়াখালী চেকপোস্টে অবস্থান নেয়। গোয়েন্দা তথ্যের বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন মোটরসাইকেলটি টহলদলের নিকটবর্তী হলে মোটরসাইকেটি থামানোর সংকেত দেয়। তখন উক্ত মোটরসাইকেল চালক না থেমে পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদল পিকআপযোগে ধাওয়া করে। মোটরসাইকেল চালক মালিপুতা নামক স্থানে গিয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেস্টা করলে বিজিবি টহলদল পিকআপ থেকে দ্রুত নেমে তাকে ধরার জন্য পিছু ধাওয়া করে কিন্তু সে গ্রামের মধ্যে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে হেড লাইটের কেসিং এর ভিতরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ২.১০০ কেজি ওজনের ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য ১,৬৮,০০,০০০/-(এক কোটি আটষট্টি লক্ষ) টাকা এবং মোটরসাইকেল এর মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজকার) টাকা।
উদ্ধারকৃত মোটরসাইকেল ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা করা হচ্ছে এবং পরবর্তীতে স্বর্ণের বার ট্রেজারীতে জমা করা হবে।
May be an image of 4 people