০৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাতঘরিয়া বিওপি’র টহল দল চৌদ্দগ্রামের সোনাইচা নামক স্থান হতে ২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতা- মৃত দারু মিয়া, গ্রাম- সোনাইচা, পোষ্ট- পদুয়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং অন্য একটি টহল দল চৌদ্দগ্রামের কাইসুটি নামক স্থান হতে ০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ পলাশ আলী (২২), পিতা- মোঃ ইদ্রিস আলী, গ্রাম- বরকড়া, পোষ্ট- পদুয়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করে। মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদেরকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। একই দিনে উক্ত ব্যাটালিয়নের অধীনস্থ গীতাবাড়ী বিওপি’র টহল দল ফেনী সদর থানার অর্ন্তগত ধর্মপুর আবাসন এলাকা নামক স্থান হতে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইয়াকুব আলী (৪০), পিতা- মোঃ সোলেমান আলী এবং মোঃ মিনার আলী, পিতা- মোঃ নূর মোহাম্মদ (ছুট্টু), উভয়ের গ্রাম- ধর্মপুর, পোষ্ট+থানা+জেলা- ফেনীকে আটক করে। মদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদেরকে ফেনী সদর থানায় সোপর্দ করা হয়েছে। একই দিনে উক্ত ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির গোলাবাড়ী পোষ্ট এর সদস্যগণ কোতয়ালী থানার অন্তর্গত কেরানী নগর নামক স্থান হতে ১২ বোতল বিয়ার এবং ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ জসিম মিয়া (২১), পিতা- মোঃ আব্দুল মমিন, গ্রাম- কেরানী নগর, পোষ্ট- বন্দিশাহা, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে। এছাড়াও উক্ত ব্যাটালিয়নের অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বোতল ভারতীয় হুইস্কি, ১০০ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিয়ার, ০৬ বোতল নেশাজাতীয় সিরাপ, ৪,৮৬০ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ০২ টি বাইসাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২,২৩,৮৭৫/- (দুই লক্ষ তেইশ হাজার আটশত পঁচাত্তর) টাকা।