Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ নভেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের পুটখালী সীমান্ত থেকে ১.১৬৫ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজন মহিলা আটক।


প্রকাশন তারিখ : 2022-11-07
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের পুটখালী সীমান্ত থেকে ১.১৬৫ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজন মহিলা আটক
আজ ০৬ নভেম্বর ২০২২ তারিখ বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স-এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর খুলনা থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬২ আর পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া গ্রামস্থ মোছাঃ আয়না খাতুনের বাড়ীর পশ্চিম পার্শ্বে কলাবাগানের মধ্যে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশী অভিযানে বিজিবি টহলদল আনুমানিক ৮২,৩৪,৮০০/- (বিরাশি লক্ষ চৌত্রিশ হাজার আটশত) টাকা মূল্যের ১.১৬৫ কেজি (১০০ ভরি) ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী মোসাঃ রত্না বেগম (৩৪), স্বামী-মোঃ কামাল হোসেন, গ্রাম- পুটখালী উত্তরপাড়া, পোষ্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট , জেলা-যশোরকে আটক করে। উক্ত স্বর্ণের বারগুলো মহিলার শরীরে অভিনব কায়দায় পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় লুকায়িত ছিল। আটককৃত মহিলা স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে জানায়।
May be an image of ‎6 people, people standing and ‎text that says "‎nay サンサ ব্াটালিয়ন (၃၂ পিজਜী কুবলা বিশেষ টহল দল 2 דיסרהדיו‎"‎‎